জাতীয়

লাকী আহত

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সব চুক্তি বাতিল ও বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সাত দফা দাবিতে ডাকা হরতালে পুলিশের ছোড়া টিয়ার শেলের আঘাতে আহত হয়েছেন ছাত্র ইউনিয়ন সভাপতি লাকী আক্তার। আজ রাজধানীতে আধা বেলার এ হরতাল পালিত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে হরতাল সমর্থকরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান থেকে গরম পানি নিক্ষেপ করে।  এছাড়া ধাওয়া-পাল্টা ধাওয়া ও পুলিশের রাবার বুলেটে ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, ছাত্র ফেডারেশন ঢাবি কমিটির সভাপতি বেনজির ও মহানগর কমিটির সভাপতি কাকন বিশ্বাসসহ কমপক্ষে ১০ জন অাহত হয়েছেন বলে জানা গেছে।সুন্দরবন রক্ষার এ হরতালে রাজধানীতে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকাল থেকে চার দফায় ব্যাপক কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম সজীব জানান, লাকী আকতার বাম হাতে আঘাত পেয়েছেন। তিনি ঢাকা মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করছেন।জেডএ/এসএইচএস/পিআর

Advertisement