আন্তর্জাতিক

কুর্দিদের দখলে মসুল বাঁধ

ইরাকের উত্তরাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) বিদ্রোহীদের হটিয়ে দেশটির সবচেয়ে বড় বাঁধ পুনরায় দখলে নিয়েছে কুর্দি বাহিনী।কুর্দি বাহিনীর পদাতিক সেনারা মার্কিন বিমান হামলার সহায়তায় স্থানীয় সময় রবিবার সকালে মসুল বাঁধ পুনর্দখল করে।কুর্দি বাহিনী সূত্র জানা গেছে, তারা বাঁধটির আশপাশের এলাকার সুড়ঙ্গ ও বুবি ট্রাপ সরানোর কাজ করছেন। সব সরাতে তাদের কয়েক ঘণ্টা লেগে যেতে পারে বলে জানা গেছে।কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বাঁধটি ৭ আগস্ট আইএস বিদ্রোহীরা দখল করে নেয়। এই বাঁধটি ছাড়াও বর্তমান আইএস হিসেবে পরিচিত সাবেক আইএসআইএস বিদ্রোহীরা সম্প্রতি ইরাক ও সিরিয়ার বেশ কয়েকটি অঞ্চল দখল করে নিয়েছে।মসুল বাঁধ পুনর্দখল গত জুন থেকে শুরু হওয়া আইএস বিদ্রোহীদের হামলার একটি বড় জবাব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র : বিবিসি

Advertisement