আন্তর্জাতিক

পরমাণু চুক্তি না হলে কঠোর নিষেধাজ্ঞা

চলতি মাসে যদি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তি না হয় তবে তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিৎস ম্যাককনেল।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। তিনি বলেন, চূড়ান্ত চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এছাড়া আগামী কয়েক দিনের মধ্যে চুক্তি হলে প্রেসিডেন্ট বারাক ওবামাকে তা মার্কিন কংগ্রেসে পেশ করার বিষয়ে মার্কিন আইনপ্রণেতারা ব্যবস্থা নেবে বলেও দাবি করেন ম্যাককনেল।এদিকে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনা চলাকালে ইরান বিরোধী যেকোনো বিল নেয়া হলে তাতে ভেটো দেয়া হবে বলে এর আগে হুমকি দিয়েছেন ওবামা।বৃহস্পতিবার সুইজারল্যান্ডের লোসেন শহরে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে নতুন করে আলোচনার শুরুর কথা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির এ আলোচনায় অংশ নেয়ার কথা রয়েছে।বিএ/আরআই

Advertisement