মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। সৌন্দর্যবর্ধনসহ ধোয়ামোছার কাজ শেষ হচ্ছে আজকের মধ্যেই। তবে স্মৃতিসৌধে ২৬ মার্চের প্রথম প্রহর পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।স্মৃতি সৌধে ঢোকার মূল ফটক থেকে স্মৃতি সৌধের বেদী পর্যন্ত রাস্তার দুই পাশে লাগানো হয়েছে ফুল গাছ। রং-বেরংয়ের এসব ফুল গাছের পরিচর্যা করছেন পরিচ্ছন্নতাকর্মীরা।প্রতিবছরই স্বাধীনতা দিবসে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে দেশের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে আসেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে।এবারের ৪৪তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে জাতির শ্রদ্ধা ও ভালোবাসায় বরণ হতে ভালোভাবেই প্রস্তুত করা হচ্ছে স্মৃতিসৌধ। মূল বেদীতে চলছে ধোয়া-মোছা আর রং-তুলির শেষ আঁচড়।বিএ/আরআই
Advertisement