খেলরত্ন, পদ্মশ্রীর পর এবার পদ্ম পুরস্কার পেতে যাচ্ছেন সদ্য ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব ছাড়া ২০১১ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনি। বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসের ধোনিকে এ সম্মান দেওয়া হবে। এদিকে ধোনির সঙ্গে পদ্ম পুরস্কার পেতে চলেছেন রিও অলিম্পিকে রুপা জয়ী ব্যাডমিন্টন তারকা সিন্ধু এবং ব্রোঞ্জ জয়ী কুস্তিগীর সাক্ষী। পুরস্কার প্রাপকের তালিকায় রয়েছেন রিও অলিম্পিকে অ্যাথলিটিক্সে চতুর্থ হওয়া দীপা কর্মকারও। প্রজাতন্ত্র দিবসের দিন এদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি। ১৯৫৪ সাল থেকে বিভিন্ন বিষয়ে অসাধারণ সাফল্যের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এর আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন ধোনি। আর ২০০৯ সালে পেয়েছিলেন পদ্মশ্রী। এমআর/পিআর
Advertisement