আন্তর্জাতিক

মাকড়সার কামড়ে সাপের মৃত্যু

আচ্ছা মাকড়সা সাপের খাদ্য, নাকি সাপ মাকড়সার খাদ্য? এমন প্রশ্ন শুনে অবাক হচ্ছেন? ভাবছেন সাপ কেন মাকড়সার খাবার হবে? অবাক হওয়ার কিছু নেই। সম্প্রতি একটি মাকড়সার কামড়ে একটি সাপের মৃত্যু হয়েছে। মাকড়সার কামড়ে সাপের মৃত্যুর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিওতে যে দৃশ্য দেখা গেছে তা দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই। একটি আধা ইঞ্চির মাকড়সার কামড়ে একটি তিন ফুট লম্বা সাপের মৃত্যু হয়েছে।  ভাবছেন মাত্র আধা ইঞ্চির মাকড়সার এত ক্ষমতা? হবেই তো এটা তো আর যে সে মাকড়সা নয়। বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাকড়সার তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে রেডব্যাক স্পাইডার নামের এই মাকড়সা। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বেলজিয়ামে দেখা যায় এই বিষধর মাকড়সা। এই মাকড়সার তার চেয়েও কয়েকগুন বড় সাপকেও কয়েক মুহূ্তের মধ্যেই ঘায়েল করে ফেলতে পারে। টিটিএন/পিআর

Advertisement