বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্বের অন্যতম অস্ত্র ব্যবসায়ী ও বিজনেস টাইকুন ড. মুসা বিন শমসেরের জীবন নিয়ে পাঁচটি ভাষায় তৈরি হচ্ছে তথ্যচিত্র `প্রিন্স মুসা :এক রহস্যের বরপুত্র`। বাংলার পাশাপাশি ইংরেজি, হিন্দি, জাপানি ও আরবি ভাষায় তথ্যচিত্রটি নির্মিত হবে। ইতোমধ্যে এর চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। গবেষণা, দৃশ্যধারণ, শব্দ সংযোজন ও সম্পাদনার জন্য দেশি-বিদেশি ২৬ জনের একটি দল এতে কাজ করছে। ১ এপ্রিল থেকে তথ্যচিত্রটির শুটিং শুরু হবে বলে নির্মাতা প্রতিষ্ঠান এসএস কমিউনিকেশন সূত্রে জানা যায়। বিভিন্ন দেশের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে এটি প্রচার হবে বলে আয়োজকরা জানান।এসআরজে
Advertisement