ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এ বিষয়ে বেশ আশাবাদী। বিশাল বাণিজ্যের এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরিয়ে নিয়ে গেলেও চীন ও এশিয়ার অন্যান্য দেশকে টিপিপিতে নতুন করে যুক্ত করতে উৎসাহিত করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।ইতিহাসের সবচেয়ে বড় এই বাণিজ্য চুক্তিতে ২০১৫ সালে ১২টি দেশ স্বাক্ষর করে। বিশ্ব অর্থনীতির ৪০ শতাংশ বাণিজ্য করছে টিপিপি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, কীভাবে এই চুক্তিকে বাঁচিয়ে রাখা যায়; সেবিষয়ে তার সরকার জাপান, নিউ জিল্যান্ড, সিঙ্গাপুরসহ অন্যান্য সদস্য দেশের সঙ্গে আলোচনা করছে।টার্নবুলের আশা এই ইস্যুতে মার্কিন সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে। ক্যানবেরায় সাংবাদিকদের তিনি বলেন, এর আগে যুক্তরাষ্ট্রের সদ্য মনোনীত পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন ও অন্যান্য রিপাবলিকানরা টিপিপি’কে সমর্থন করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে ছাড়াই এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে টিপিপির। এছাড়া টিপিপিতে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে চীনের। যুক্তরাষ্ট্রসহ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশ গত বছরের অক্টোবরে টিপিপি চুক্তিতে স্বাক্ষর করে। স্বাক্ষরকারী অন্য দেশগুলো হচ্ছে, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, চিলি, পেরু, ভিয়েতনাম ও মেক্সিকো।সূত্র : অালজাজিরা, এপি।এসআইএস/আরআইপি
Advertisement