জাতীয়

রাজধানীতে দৈনিক পানির চাহিদা ২৩৫ কোটি লিটার : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাজধানী ঢাকায় দৈনিক বিশুদ্ধ পানির চাহিদা ২৩০-২৩৫ কোটি লিটার। বর্তমানে ঢাকা ওয়াসা চাহিদা অনুযায়ীই পানি সরবরাহ করছে। এখন ঢাকা ওয়াসার দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৪৫ কোটি লিটার। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে গোলাম দস্তগীর গাজীর (নারায়ণগঞ্জ-১) লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।এমএ মালেকের (ঢাকা-২০) অপর এক লিখিত প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী জানান, ঢাকা ওয়াসা বর্তমানে চাহিদার তুলনায় শতভাগ পানি সরবরাহ করছে। বর্তমান সরকারের সময়ে প্রথমবারের মতো ঢাকা ওয়াসার চাহিদার বিপরীতে ২৪৫ কোটি লিটার পানি উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে।তিনি বলেন, এর বাইরেও সরকার পরিবেশবান্ধব, টেকসই ও গণমুখী পানি ব্যবস্থাপনার লক্ষ্যে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। রাজধানীবাসী ২০২১ সাল নাগাদ এর সুফল পাবেন। এইচএস/এমএমজেড/এমএস

Advertisement