অর্থনীতি

ডিএসইতে বাজার মূলধনে রেকর্ড

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৭৭ হাজার ১৭২ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠার পর এটিই সর্বোচ্চ বাজার মূলধন।বাজার মূলধনে রেকর্ডের পাশাপাশি মঙ্গলবার ডিএসইতে টানা দুই কার্যদিবস ২ হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। ২০১০ সালের পর এই প্রথম টানা দুই কার্যদিবস লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়ালো। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১৩ কোটি ৪৪ লাখ টাকা।বাজারে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭০৮ পয়েন্টে অবস্থান করছে। তবে কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম। লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ১৯৯টির দর হারিয়েছে। অপরদিকে দাম বেড়েছে ১১৪টির এবং অপরিবর্তীত আছে ১৫টির দাম।টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের শেয়ার। এদিন কোম্পানির ৭৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৬৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৬১ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সামিট পাওয়ার।লেনদেনে এরপর রয়েছে সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, বারাকা পাওয়ার, এক্সিম ব্যাংক, এবি ব্যাংক এবং আর এ কে সিরামিক।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৪১ এ। এদিন সিএসইতে ১১৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।সিএসইতে লেনদেন হওয়া ২৭২টি শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দাম।এমএএস/এএইচ/আরআইপি

Advertisement