একুশে বইমেলা

সাদিয়া নাসরিনের দাস জীবনের মালিক নারী

অমর একুশে বইমেলায় আসছে সাদিয়া নাসরিনের নির্বাচিত নারীবাদী কলামের সংকলন ‘দাস জীবনের মালিক, নারী?’ বইটি সোহরাওয়ার্দী উদ্যানে শ্রাবণ প্রকাশনীর স্টলে (২৫৫-২৫৬-২৫৭) ৭ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে।বইটির ভূমিকা লিখেছেন নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, ‘সাদিয়া নাসরিন নারীবাদী লেখক। বাংলাদেশের মতো নারীবিদ্বেষী সমাজে নারীবাদী লেখক হওয়া সহজ ব্যাপার নয়। মানুষের কটূক্তি, চোখ রাঙানি, হুমকি, হামলা, নিন্দা, ঘৃণা, ইত্যাদির মধ্য দিয়ে নারীবাদী লেখককে যেতে হয়। সাদিয়াকে নিশ্চয়ই যেতে হচ্ছে। সাদিয়ার প্রথম নারীবাদী গ্রন্থ এটি। প্রতিটি পৃষ্ঠায় পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে তাঁর প্রতিবাদ। যে প্রতিবাদ আমি করেছিলাম তিরিশ বছর আগে, সেই একই প্রতিবাদ, ....একই তেজ, একই কণ্ঠ, একই আপোসহীনতা নিয়ে সাদিয়ার মতো আরও অনেক আলোকিত নারী এগিয়ে আসছে।... সাদিয়ার জন্য আমার অনেক শুভকামনা।’লেখক সাদিয়া নাসরিন জাগো নিউজকে বলেন, ‘বন্ধু নাহিদ সুলতানা এবং জীবন সঙ্গী সাদ শামীমসহ সতীর্থ-সহযোদ্ধা-পাঠক বন্ধুদের সহযোগিতায় বইটি প্রকাশ করার সাহস করলাম। বাকিটা সময়ের ওপর নির্ভর করে।’এসইউ/আরআইপি

Advertisement