রাজনীতি

সিটি নির্বাচনে নেত্রীর কথায় সবাই কাজ করবে : কামরুল

খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সভানেত্রী মেয়র পদে চূড়ান্তভাবে যাকে সমর্থন দেবেন মহানগর নেতা-কর্মীরা শুধুমাত্র তার পক্ষেই কাজ করবে। সিটি নির্বাচন নির্দলীয়, এখানে কোনো প্রার্থীকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়ার সুযোগ নেই। কিন্তু আমাদের নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যাকে সমর্থন দেয়া হবে আমরা ঐক্যবদ্ধভাবে সর্বশক্তি দিয়ে তাকে জয়ী করে আনবো।মঙ্গলবার সকালে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় কামরুল ইসলাম এ কথা বলেন। মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা সফল করতে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।সন্ত্রাসের পথ পরিহার করে বিএনপিকে সিটি নির্বাচনে অংশ নেয়ার আহবান জানিয়ে কামরুল ইসলাম বলেন, পরিচ্ছন্ন রাজনীতিবিদদের নিয়ে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করুণ।অনুষ্ঠানে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আমরা চাই সবাই নির্বাচনে অংশ নিক। বিএনপিকেও বলবো, সন্ত্রাসীদের নিয়ে নয়, ভালো মানুষদের নিয়ে নির্বাচনে আসুন। আমরা নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত।ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সহ-সভাপতি মুকুল চৌধুরী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক হাজী মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।আরএস/আরআই

Advertisement