জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি এখন শঙ্কামুক্ত। এমনটাই জানিয়েছেন তার চিকিৎসক। ল্যাব এইড হাসপাতালের কো-অর্ডিনেটর ডা. আলি আবরার জানিয়েছেন, ন্যান্সিকে ভর্তি করার পর তার অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।এ বিষয়ে হাসপাতালটির করপোরেট কমিউনিকেশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আশরাফুর রহমান লেনিন জানান, অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার কারণে মাঝে মাঝে প্রলাপ বকছেন। তবে ন্যান্সির অবস্থা এখন ভালো। তিনি অনেক সুস্থ।কবে নাগাদ ন্যান্সিকে রিলিজ দেওয়া হতে পারে- জানতে চাইলে তিনি জানান, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। যদি এর আগেই অবস্থার উন্নতি হয়, তাহলে আগেই রিলিজ দেওয়া হতে পারে।উল্লেখ্য, শনিবার দুপুরে দুই দফায় ৬০টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন ন্যান্সি। এরপর তাকে প্রথমে নেত্রকোনার একটি ক্লিনিকে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।রাতে ন্যান্সির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন কর্তব্যরত চিকিৎসক। গতকাল মাঝরাতে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন ন্যান্সির পরিবারের সদস্যরা।রবিবার ভোরবেলায় ন্যান্সিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও ন্যান্সির অবস্থার অবনতি হলে তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।
Advertisement