দেশজুড়ে

দেশপ্রেম ও সামাজিক সচেতনায় শপথ বাক্য পাঠ

রাজবাড়ীতে দেশপ্রেম ও সামাজিক সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ কার্যক্রমে ছাত্র-ছাত্রীদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। জেলার প্রায় ২৩২টি স্কুল, কলেজ ও মাদ্রাসার লক্ষাধিক ছাত্র-ছাত্রীদেরকে একদিনে এই শপথ বাক্য পাঠ করানো হয়।মঙ্গলবার সকাল ১০টায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এর উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান। এরপর তিনি শপথ বাক্য পাঠ করান শিক্ষার্থীদেরকে।রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদ্দুত কুমার দাসের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, লেডিস ক্লাবের সভানেত্রী আফরোজা ইসলাম, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা খানম, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় দৈনিক পত্রিকা রাজবাড়ী কন্ঠের সম্পাদক এ্যাডঃ খান মোঃ জহুরুল হক।এতে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্ররা এ শপথ বাক্য পাঠে অংশগ্রহণ করেন। পরে পর্যায়ক্রমে জেলার অন্যান্য স্কুল, কলেজ ও মাদ্রাসায় এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।"আমি মন দিয়ে পড়াশুনা করবো। সদা সত্য কথা বলব, ন্যায়ের পথে চলব। পিতা-মাতা, অভিবাবক, শিক্ষক ও গুরুজনদের সম্মান করব। নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন থাকবো। প্রতিদিন অন্ততঃ একটি করে ভাল কাজ করবো। সর্বদা জ্ঞান চর্চা করবো। সহপাঠিকে ভাল কাজে সহায়তা করবো। কখনও জাংক ফুড খাব না। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে ভালবাসবো। শপথ বাক্য পাঠে দেশপ্রেম ও সামাজিক সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ কার্যক্রম বৃদ্ধির লক্ষে এই বিষয়গুলো অর্ন্তভূক্ত করা হয়েছে।এমজেড/আরআই

Advertisement