দুর্নীতির অভিযোগ জানাতে ‘১০৬’ হটলাইন চালু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফলে দেশ ও বিদেশ থেকে এ নম্বরে ফোন করে অভিযোগ করা যাবে।দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, টেলিফোনে কোন ধরনের অভিযোগ বিবেচনায় নেয়া হবে তা নির্ধারণ করতে কমিশন কাজ করছে। টেলিফোনে দেয়া অভিযোগ প্রথমে লেখা হবে এবং পরে তা পরবর্তী কার্যক্রমের জন্য কমিশনে পেশ করা হবে।দুদকের এ হটলাইন চালু হলে জনগণ বিশেষ করে সরকারি অফিসের ঘুষ সম্পর্কিত ঘটনাসহ দুর্নীতির চলমান ঘটনার ব্যাপারে তাৎক্ষণিক অভিযোগ জানাতে পারবে, যা দুর্নীতি হ্রাসে সহায়ক হবে বলেও জানান তিনি।উল্লেখ্য, বর্তমানে দেশব্যাপী দুদক কার্যালয়ে স্থাপিত বক্সে লিখিতভাবে অভিযোগ জানানো হয়।এইচএস/আরএস/পিআর
Advertisement