তথ্যপ্রযুক্তি

সাইবার হামলার শিকার ৩৬ হাজার চীনা ওয়েবসাইট

চীনের প্রায় ৩৬ হাজার ওয়েবসাইট গত বছর সাইবার হামলার শিকার হয়েছে। সম্প্রতি ইন্টারনেট সোসাইটি অব চায়না এবং ন্যাশনাল কম্পিউটার নেটওয়ার্ক ইমার্জেন্সি রেসপন্স টেকনিক্যাল টিম/কো-অর্ডিনেশন সেন্টার অব চায়না এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ৩৬ হাজার ওয়েবসাইটের পাশাপাশি এ সময় প্রায় ৪০ হাজার ওয়েবপেজও হামলার শিকার হয় বলে জানানো হয়। খবর পিটিআই।সাইবার হামলার ঘটনা বাড়ছেই। পেশাগত হ্যাকারদের পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়েও এ হামলা বাড়ছে। অনেক দেশ প্রতিপক্ষকে আঘাত করতে এখন সাইবার যুদ্ধকে বেছে নিয়েছে। এরই ফলে ইরান, চীন, ইসরায়েল, রাশিয়া, যুক্তরাষ্ট্রের মতো দেশে সাইবার হামলা বাড়ছে। এ দেশগুলো একে অন্যের বিরুদ্ধে নিয়মিতই সাইবার হামলা চালানোর অভিযোগ করে আসছে। সাম্প্রতিক প্রতিবেদনেও চীনা কর্তৃপক্ষ সাইবার হামলার পেছনে অনেকাংশে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে আশঙ্কা করছে।এদিকে চীনা কর্তৃপক্ষ গত বছর প্রায় ৯৩ হাজার ১৩৬টি এমন ওয়েবসাইট শনাক্ত করেছে, যেগুলোর মাধ্যমে ম্যালওয়্যার ছড়াচ্ছে। এ সংখ্যা ২০১৩ সালের তুলনায় ২ দশমিক ১ শতাংশ বেশি। এ ধরনের ওয়েবসাইটগুলো অনেক প্রতিষ্ঠানের মূল ওয়েবসাইটের আদলে তৈরি করা হয়। আর নকল এ ওয়েবসাইটগুলোর মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর পাশাপাশি অনেক ভুল তথ্য দিয়ে গ্রাহকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়া হয়।বর্তমানে চীনের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সমগ্র বিশ্বে সর্বোচ্চ। দেশটির ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা গত বছরের শেষ নাগাদ ৬৪ কোটি ৯০ লাখে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, ইন্টারনেট ব্যবহারকারী বাড়ার কারণে দেশটিতে সাইবার হুমকিও বাড়ছে।এআরএস/আরআইপি

Advertisement