আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ঝড়ের আঘাতে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। জরুরি বিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।দক্ষিণ-কেন্দ্রীয় জর্জিয়ায় ঝড়ের আঘাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। সাতটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর নাথান ডিল। শনিবার মিসিসিপিতে টর্নেডোর আঘাতে আরো চারজনের মৃত্যু হয়েছে। জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ফ্লোরিডার উত্তরাঞ্চলে এবং জর্জিয়ার দক্ষিণাঞ্চলে আরো বেশ কয়েকটি ঝড় আঘাত হানতে পারে। জর্জিয়ার জরুরি ব্যবস্থাপণা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় কুক, ব্রুক, ডাউঘারটি এবং বেনিন কাউন্টিতে ঝড়ের আঘাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টিটিএন/এমএস

Advertisement