আগামীকাল সোমবার থেকে ‘জেড’ গ্রুপ ভূক্ত হবে জ্বালানি ও বিদ্যুত খাতের প্রতিষ্ঠান সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারি লিমিটেড। বর্তমানে এটি পুঁজিবাজারে ‘এ’ গ্রুপের প্রতিষ্ঠান।রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএসই জানিয়েছে, ৬ মাসের বেশি সময় ধরে উৎপাদন বন্ধ থাকায় প্রতিষ্ঠানটি ‘এ’ গ্রুপ থেকে ‘জেড’ গ্রুপে চলে যাচ্ছে।ভালো মৌলভিত্তিসম্পন্ন বা তালিকাভূক্ত কোম্পানিগুলোর মধ্যে সব থেকে ভালো কোম্পানিগুলো ‘এ’ গ্রুপ ভূক্ত হয়। অপরদিকে দুর্বল মৌলভিত্তির বা সব থেকে খারাপ কোম্পানিগুলোর স্থান হয় ‘জেড’ গ্রুপে। ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠানকে পঁচা কোম্পানি হিসেবে অভিহিত করা হয়।এর আগে গত ১৬ জানুয়ারি ডিএসই জানিয়েছিল, তদন্ত করে ডিএসই প্রমাণ পেয়েছে কাঁচামালের অভাবে পুঁজিবাজারে তালিকাভূক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির উৎপাদন ২০১৬ সালের ২১ জুলাই থেকে বন্ধ রয়েছে। সিভিও কর্তৃপক্ষ ডিএসইর তদন্ত দলকে জানায়, সিলেট গ্যাস ফিল্ডস ২০১৬ সালের ১৭ জুলাই থেকে কাঁচামাল কনডেন্সড সরবরাহ বন্ধ করে দেয়। এ পরিস্থিতিতে মজুদকৃত কনডেন্সড দিয়ে ২০ জুলাই পর্যন্ত উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু ২১ জুলাই থেকে উৎপাদন সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়।সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির লোকসান হয় ৬৯ লাখ ৪০ হাজার টাকা। শেয়ার প্রতি লোকসান দাঁড়ায় ২৮ পয়সা।সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন বন্ধ সংক্রান্ত ডিএসইর সংবাদ প্রকাশের পর ১৬ জানুয়ারি প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয় ২০২ টাকা থেকে ২১০ টাকায়। আর দিন শেষে শেয়ারের দাম দাঁড়ায় ২০২ টাকা ৬০ পয়সা।এরপর প্রতিষ্ঠানটির শেয়ার দাম কিছুটা কমলেও রোববার লেনদেন শেষে ১ টাকা ৭০ পয়সা বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার ১৯৬ টাকা থেকে ১৯৮ টাকায় লেনদেন হয়। আর দিন শেষে দাম দাঁড়িয়েছে ১৯৭ টাকা ৩০ পয়সা।এমএএস/ওআর/জেআইএম
Advertisement