সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে ভরসার প্রতীক। ব্যাট হাতে ঝড় তুলতেই পছন্দ তার। সম্প্রতি সেই ব্যাট হাসছে রীতিমতো। পাকিস্তানের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতেও তার-ই প্রমাণ রাখলেন ডেভিড ওয়ার্নার।আজ রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচে ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে ১৩০ রান। তার ১১৯ বলের ঝড়ো ইনিংসটি সাজানো ১১টি চার ও দুটি ছক্কায়। তার সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানের সামনে ৩৫৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া।ওয়ার্নার কতটা ভয়ঙ্কর, প্রমাণ মেলে তার সাম্প্রতিক পারফরম্যান্সে। সর্বশেষ দশ ম্যাচে তুলে নিয়েছেন পাঁচটি সেঞ্চুরি। সেই ইনিংসগুলো যথাক্রমে ১৩০, ৩৫, ১৬, ৭, (টেস্টের দুই ইনিংস ১৩৩ +৫৫), ১৪৪, (টেস্টের দুই ইনিংস ৩২+১২), ১৫৬, ১১৯ ও ১১৯।প্রতিপক্ষ বোলাররা তাকে নিয়ে আলাদা পরিকল্পনা করেন, এটা বলার অপেক্ষা রাখে না। তাতেও তো কোনো কাজ হচ্ছে না। তার ব্যাটিং তাণ্ডব চলছেই। কী শুরু করলেন ওয়ার্নার?এনইউ/জেআইএম
Advertisement