জাতীয়

সংসদ চলবে ৯ মার্চ পর্যন্ত

চলমান দশম জাতীয় সংসদের ১৪তম ও শীতকালীন অধিবেশন রোববার বিকেল ৪টায় শুরু হয়েছে। বছরের এই প্রথম অধিবেশন চলবে ৯ মার্চ পর্যন্ত। সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণ দেবেন।অধিবেশন শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হয়। বৈঠকে কমিটির সদস্য হিসেবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সংসদ চলবে ৯ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় বৈঠক শুরু হবে। তবে স্পিকার প্রয়োজন মনে করলে অধিবেশনের মেয়াদ কমাতে বা বাড়াতে পারবেন। আর রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের ওপর ৪৫ ঘণ্টা আলোচনা হবে। অধিবেশনের শুরুতেই স্পিকার তার স্বাগত বক্তব্য দেয়ার পর পাঁচজন সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন। স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই চারজন সংসদের বৈঠক পরিচালনা করবেন। এরপর শোকপ্রস্তাব আনা হয়। চলমান সংসদের এমপি মনজুরুল ইসলাম লিটন, সাবেক মন্ত্রী মোস্তফা ফারুক, গণপরিষদ সদস্য আবুল হোসেন, আব্দুল হাকিম ও জাফরুল হাসান ফরহাদসহ গত অধিবেশন শেষ হওয়ার পর এ পর্যন্ত মৃত বিশিষ্ট ব্যক্তিদের নামে শোকপ্রস্তাব আনা হয়। এরপর সংসদের রেওয়াজ অনুযায়ী সন্ত্রাসী হামলায় নিহত চলমান সংসদের এমপি লিটনের নামে সংসদে শোকপ্রস্তাব আনা হয়। শোকপ্রস্তাবের ওপর আলোচনা শেষে সংসদ কিছুক্ষণের জন্য মুলতবি রাখা হয়। এরপর রাষ্ট্রপতি ভাষণ দেবেন। বছরের প্রথম অধিবেশন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংসদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সভা-সমাবেশ। এছাড়া ফুলগাছসহ বিভিন্ন পাতাবাহার গাছে সাজানো হয়েছে সংসদের ভেতরটা। বেশ কয়েকদিন আগেই সংসদের ভেতরে ঘষামাজার কাজ শেষ হয়েছে। রাষ্ট্রপতির ভাষণের দিন প্রধান বিচারপতিসহ দেশের অনেক কূটনীতিকও উপস্থিত থাকেন।সংসদের ১৩তম অধিবেশন গত বছরের ৪ ডিসেম্বর শুরু হয়ে ৮ ডিসেম্বর শেষ হয়। ২০১৬ সালের ২০ জানুয়ারি ওই বছরের প্রথম অধিবেশন শুরু হয়। বিদায়ী বছরে সংসদের ৫টি অধিবেশনে ৫০টি বিল পাস হয়েছে।এইচএস/এসএইচএস/আরআইপি

Advertisement