আইন-আদালত

সাত খুন : নিম্ন আদালতের রায় ও নথিপত্র হাইকোর্টে

নারায়ণগঞ্জের সাত খুম মামলার বিচারিক আদালতের রায় ও নথিপত্র সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছেছে। রোববার দুপুরে এসব নথি হাইকোর্টে পৌঁছায় বলে জানিয়েছেন হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ।রোববার বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন সংবাদ সম্মেলন করে জানান, নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি, নথিপত্র ও জুডিশিয়াল রেকর্ড আজ রোববার দুপুরের মধ্যে হাইকোর্টে পাঠানো হবে। সেখানে হাইকোর্টের ডেথ রেফারেন্সে এই মামলার শুনানি হবে অচিরেই। তিনি আরো জানান, দুটি মামলার রায় হচ্ছে ১৬৩ পাতা করে। দুটি মামলার রায় ১১ হাজার লাইন করে ২২ হাজার লাইন। প্রসঙ্গত,  ১৬ জানুয়ারি সোমবার নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলার রায়ে প্রধান আসামি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র্যাবের বরখাস্তকৃত তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত। এ মামলার ৩৫ জন আসামির মধ্যে বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।সাজাপ্রাপ্ত ৩৫ আসামির মধ্যে ১২ জন পলাতক রয়েছেন। গ্রেফতারকৃত ২৩ জনের মধ্যে ১৮ জনকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে ও ৫ জন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ১ ও ২ রাখা হয়েছে। এফএইচ/এনএফ/এমএস

Advertisement