খেলাধুলা

এখনো ভালো ফলের প্রত্যাশা বাংলাদেশের

বৃষ্টির কারণে ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। একটি দিন পরিত্যক্ত হওয়ায় এখন বাকি আছে আর দুই দিনের খেলা। আর এ সময়ে ভালো খেলতে পারলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব বলে মনে করেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সোহান বলেন, টেস্টের আরও দুই দিন বাকি আছে; দল হিসেবে ভালো খেলতে পারলে ইনশা আল্লাহ ভালো ফল হবে। দুই দিনে অনেক কিছুই সম্ভব। আমরা অন্তত ইতিবাচকভাবেই চিন্তা করছি।’সফরেরর শুরুর ম্যাচ- প্রথম ওয়ানডেতে মুশফিক হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়লে নুরুল হাসন হোসানের সামনে ওয়ানডে অভিষেকের দরজা খুলে যায়। টেস্ট দলেও ছিলেন, তবে মুশফিকুর সুস্থ হয়ে ফেরায় প্রথম টেস্টে বিবেচনায় আসেননি। কিন্তু বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক ওয়েলিংটন টেস্টে বাউন্সারের আঘাতে ছিটকে পড়লে টেস্ট দলে অভিষেকের দরজাও খুলে যায় ডানহাতি তরুণ উইকেট-কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের জন্য।অভিষেকে ১৭৩ মিনিট উইকেটে থেকে ৯৮ বলে ৪৭ রানের ইনিংস জানিয়ে দিয়েছে যথেষ্ট পরিণত হয়েই নুরুল পা রেখেছেন ক্রিকেটের সর্বোচ্চ আঙিনায়। প্রথম টেস্ট খেলতে নামা আরেক ক্রিকেটার নাজমুল হোসেনের সঙ্গে ষষ্ঠ উইকেটে তাঁর ৫৩ রানের জুটিতে মনেই হয়নি হ্যাগলি ওভালে তখন দুই প্রান্তে দুজন অভিষিক্ত ব্যাটসম্যান। উইকেটের পেছনেও এর মধ্যেই দুটি ক্যাচ নিয়েছেন নুরুল হাসান। দলের অবস্থাও যথেষ্ট ভালো। সব মিলিয়ে অভিষেক টেস্টটা এখন পর্যন্ত ভালোই কেটেছে নুরুল হাসানের।এ নিয়ে সোহান বলেন, `আমাদের কন্ডিশনের চেয়ে এখানে উইকেট একটু ভিন্ন। স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি। একটু দেখেশুনে খেলার ইচ্ছা ছিল, যেন সময় নিয়ে খেলতে পারি। অভিষেক টেস্টটা আল্লাহর রহমতে ভালোই হচ্ছে।`এমআর/এমএস

Advertisement