ধর্ম

জোড় ইজতেমা শুরু হবে ২৪ নভেম্বর ২০১৭

বিশ্ব ইজতেমাকে সামনে রেখে প্রত্যেক বছর টঙ্গীতে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও টঙ্গীতে জোড় ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। এবারের জোড় ইজতেমা ২৪ নভেম্বর (শুক্রবার)শুরু হয়ে ২৮ নভেম্বর (মঙ্গলবার) শেষ হবে।২০১৮ সালের বিশ্ব ইজতেমাকে সফল করার লক্ষ্যে জোড় ইজতেমা শুরু হবে ২৪ নভেম্বর। পাঁচদিন ব্যাপী এ জোড় ইজতেমা ২৮ নভেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি ) ইজতেমার মাঠে দেশ-বিদেশের মুরব্বিদের পরামর্শ বৈঠকে (মাশওয়ারায়) আগামী জোড় ইজতেমার তারিখ চূড়ান্ত করা হয়। এর পূর্বে ২০১৮ সালের বিশ্ব ইজতেমার তারিখও নির্ধারণ করা হয়।উল্লেখ্য যে, ২০১৮ সালের ১২ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। যা শেষ হবে ১৪ জানুয়ারি। আর দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে ১৯ জানুয়ারি এবং শেষ হবে ২১ জানুয়ারি। ইজতেমার প্রতি পর্বই আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।সাধারণত বিশ্ব ইজতেমার ৪০ দিন আগে জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এ জোড় ইজতেমায় তাবলীগের সব সাথীরা অংশ গ্রহণ করতে পারেন না। শুধুমাত্র তিন চিল্লার সাথীদের নিয়ে অনুষ্ঠিত হয় এ জোড় ইজতেমা।তিন চিল্লার সাথীদের মধ্য থেকে কিছু অংশ বিশ্ব ইজতেমার আয়োজনে টঙ্গীর ইজতেমার মাঠে কাজে যোগদান করেন। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইজতেমা মাঠের যাবতীয় কাজ সম্পন্ন করেন তারা। আর বাকী সাথীরা বিশ্ব ইজতেমার দাওয়াত নিয়ে ময়দানে বেরিয়ে পড়েন।এমএমএস/এমএস

Advertisement