খেলাধুলা

দেড় ঘণ্টা আগেই মাঠে বাংলাদেশ, হোটেলে কিউইরা

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে এক বিব্রতকর অবস্থায়ই পড়েছিল বাংলাদেশ। আগের রাতের টানা বৃষ্টির পর বাংলাদেশ শিবির ভেবেছিল খেলা শুরু হতে অন্তত এক ঘণ্টা দেরি হবে। কিন্তু মাঠে গিয়ে জানা গেল ২০ মিনিটের মধ্যেই শুরু হবে খেলা। যে কারণে ওয়ার্মআপের সুযোগটাও ঠিক মত পায়নি টাইগাররা।সে কথা মাথায় রেখেই বৃষ্টি মাথায় নিয়ে খেলা শুরুর প্রায় দেড় ঘণ্টা আগেই মাঠে হাজির তামিম-সাকিব-মাহমুদউল্লাহরা। তবে টাইগাররা মাঠে উপস্থিত থাকলেও মাঠে যায়নি নিউজিল্যান্ড দল। বিশ্রাম আর হাসি আড্ডায় হোটেলেই অলস সময় কাটাচ্ছেন কিউই খেলোয়াড়রা।আর তাদের বোলিং কোচতো আরও এক কাঠি এগিয়ে। ব্যাগ গুছিয়ে চলে গেলেন শপিং করতে। বেলা ১১টার দিকে চলে যান ওয়েস্টফিল্ড শপিং মলে। আলোক স্বল্পতা ও বৃষ্টিতে প্রথম দুই দিনে খেলা হয়নি ২৫ ওভার। সে ঘাটতি পোষাতে রোববার আধা ঘণ্টা আগে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন আম্পায়াররা। স্থানীয় সময় সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ দল মাঠে উপস্থিত হয় ৯টা বাজেই।নির্ধারিত সময়ের এতো আগেই কেন মাঠে বাংলাদেশ। জানতে চাইলে দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ‘বেসিন রিজার্ভে মাত্র ২০ মিনিটেই মাঠ প্রস্তুত করা হয়েছিল। তাই সেদিন ঠিক মত অনুশীলন করতে পারেনি তামিমরা। সে কথা মাথায় রেখেই আগে যাওয়া। কি জানি বৃষ্টি থেমে গেলে যদি শুরু হয় খেলা।’বাংলাদেশের মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা খুবই উন্নত। কিন্তু তারপরেও বৃষ্টি শেষে মাঠ প্রস্তুত করতে লেগে যায় ঘণ্টাখানেক। তবে নিউজিল্যান্ডে লাগে মাত্র আধা ঘণ্টা। আর এর মূল কারণই হলো এখানে মুষলধারে বৃষ্টি হয় না বললেই চলে।তবে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে স্থানীয় সময় ২টার (বাংলাদেশ সময় সকাল ৭টা) দিকে বৃষ্টি থেমে যাবে। সেক্ষেত্রে আড়াই থেকে তিনটার দিকে শুরু হতে পারে খেলা। তবে তাই যদি হয় দিনের বড় একটা অংশই ভেসে যাবে।আরটি/জেএইচ

Advertisement