জাতীয়

বিয়ে উৎসবে কৌতূহলীদের পদচারণা

‘বিয়ের বাজার দেশেই’ স্লোগান নিয়ে শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে বিয়ের উৎসব। আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সেজে উঠেছে বিয়েবাড়ির উৎসবে। বিয়ের গেট, বিয়ের বাদ্যি সবই রয়েছে এ উৎসবে।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিয়ে উৎসবে ভিড় করছেন দর্শনার্থীরা। তারা নানা স্টল ঘুরছেন। বিয়ের নানা অনুষঙ্গ দেখছেন। জানছেন প্রয়োজনীয় তথ্য। করছেন কেনা কাটাও।আয়োজকরা জানান, উৎসবে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। বিয়ের পোশাক, গয়না, দাওয়াতপত্র, খাবার, গায়েহলুদ, গৃহসজ্জা, প্রসাধন, রূপসজ্জা, হানিমুনে বেড়ানোসহ নানা অনুষঙ্গের সেরা ব্র্যান্ডের স্টল ও প্যাভিলিয়ন সাজানো হয়েছে। আর উৎসব উপলক্ষে সবকিছুতেই রয়েছে ছাড় আর উপহারের ছড়াছড়ি। এছাড়া ছোটখাটো প্রতিযোগিতায় তাৎক্ষণিক অংশগ্রহণে পুরস্কার জেতার সুযোগও আছে।বিশেষ করে বিয়ে আয়োজনের সবকিছু এক ছাদের নিচে পেয়ে দর্শনার্থীরা দারুণ উৎফুল্ল। ১০টায় উৎসব শুরু হলেও বেলা ১১টার দিকে বিয়ে উৎসবের উদ্বোধন হয়। বিয়ের গেটের ফিতা কেটে তারকা দম্পতি নাঈম-নাদিয়া উৎসবের উদ্বোধন করেন।উৎসব উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সেজেছে বিয়েবাড়ির সাজে। বিয়ের গেট, বিয়ের বাদ্যিসহ সব অনুষঙ্গই আছে ‘সানসিল্ক-নকশা বিয়ে উৎসব’ নামের দুই দিনের এই আয়োজনে। আছে বিয়ের কাজি থেকে শুরু করে ঐতিহ্যবাহী পালকি, ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টির উপস্থিতিও। উৎসবের উদ্বোধন করে নাঈম-নাদিয়া বলেন, যারা বিয়ে করবেন, তাদের এই উৎসবে আসা উচিত। এখানে এসে বিয়ের প্রস্তুতি ও পরিকল্পনা সাজিয়ে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন।সকালে উদ্বোধনের পর পরই উৎসবে দর্শনার্থীরা আসতে শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ে দর্শনার্থীদের ভিড়। অনুষ্ঠানস্থলের সাজগোছ ও আয়োজনের জাঁকজমকের দর্শনার্থীরা বিয়ের আমেজ অনুভব করেন। উৎসব আজ রাত ৯টা পর্যন্ত এবং আগামীকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এই সময়ে যে কেউ এ আয়োজনে যোগ দিতে পারবেন।আরএম/এএইচ/পিআর

Advertisement