আন্তর্জাতিক

বন্যা ও ভূমিধসে নেপালে নিহত ৫৩

বুধবার থেকে শনিবার পর্যন্ত নেপালে বন্যা ও ভূমিধসে মোট ৫৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিখোঁজ হয়েছেন ৭৫ জন ও ৩৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার নেপাল সরকার এ তথ্য জানায়।সরকারের পক্ষ থেকে জানানো হয়, বুধবার মৌসুমী প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এতে করে পাহাড়ি অঞ্চলে এখন পর্যন্ত ৫৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া ৭৫ জন নিখোঁজ ও ৩৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।নিখোঁজদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র পূণ্য ধাকাল জানান, নিখোঁজরা ভূমিধসে মাটি চাপা পড়ে আছেন নাকি বন্যায় ভেসে গেছেন, তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।ওই মুখপাত্র আরো জানান, নেপালের ৭৫টি প্রশাসনিক জেলার মধ্যে ২৫ ভাগের বেশি জেলা বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে।এ ছাড়া দুইশটি বাড়ি বিধ্বস্ত ও শত শত বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত মোট তিন হাজার পাঁচশ মানুষকে উদ্ধার করা হয়েছে।

Advertisement