অর্থনীতি

মুনাফা বেড়েছে বেশিরভাগ ব্যাংকের

গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) বেশিরভাগ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। পুরনো ৩০ বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ১১ টির মুনাফার তথ্য পাওয়া গেছে। তার মধ্যে ১০ টিরই মুনাফা বেড়েছে।  অবশ্য নতুন ৯ ব্যাংকের চিত্র কিছুটা ভিন্ন।এবারও সবচেয়ে বেশি মুনাফা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আর আলোচিত ১১ ব্যাংকের মধ্যে সবচেয়ে কম মুনাফা করেছে প্রিমিয়ার ব্যাংক। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মুনাফা সামান্য কমেছে। গত বছর ব্যাংকটি ৯৭৫ কোটি টাকা পরিচালন মুনাফা করেছিল। এ বছর মুনাফা নেমে এসেছে ৮৩০ কোটি টাকায়।মুনাফা কমেছে প্রায় ১৫ শতাংশ।পূবালী ব্যাংকের পরিচালন মুনাফা ১০ কোটি টাকা বেড়ে ৩৪০ কোটি টাকা হয়েছে।গত বছর ব্যাংকটি মুনাফা করেছিল ৩৩০ কোটি টাকা। ব্যাংক এশিয়ার মুনাফা বেড়েছে ১৭ কোটি টাকা। গত বছর প্রথম ছয় মাসে ব্যাংকটি ২৫৯ কোটি টাকা মুনাফা করেছিল। এবার তা বেড়ে হয়েছে ২৭৬ কোটি টাকা।আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা ১৯ শতাংশ বেড়ে ২৫৯ কোটি টাকা হয়েছে।গত বছর একই সময়ে ব্যাংকটি মুনাফা করেছিল ১৯৫ কোটি টাকা।ব্যাংকটির মুনাফা বেড়েছে প্রায় ২৫ শতাংশ। সোস্যাল ইসলামী ব্যাংকের মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১৯০ কোটি টাকা।গত বছর ব্যাংকটি ১৪৮ কোটি টাকা মুনাফা করেছিল।এ ব্যাংকের পরিচালন মুনাফা ২৮ শতাংশ বেড়েছে।মার্কেন্টাইল ব্যাংকের পরিচালন মুনাফা ১৮১ কোটি টাকা থেকে বেড়ে ২৩০ কোটি টাকা হয়েছে। ব্যাংকটির মুনাফা বেড়েছে ২৭ শতাংশ। আলোচিত সময়ে আইএফআইসি ব্যাংক মুনাফা করেছে ২০০ কোটি টাকা। যা গত বছর ১৬৫ কোটি টাকা ছিল।ব্যাংকটির মুনাফা ২১ শতাংশ।ডাচ বাংলা ব্যাংকের মুনাফা ১৫ কোটি টাকা বেড়ে ২৪০ কোটি থেকে ২৫৫ কোটি টাকা হয়েছে। ব্যাংকটির মুনাফা ৬ শতাংশ বেড়েছে। এনসিসি ব্যাংক গত বছর প্রথমার্ধে ১৫৭ কোটি টাকা মুনাফা করেছিল।এটি চলতি বছর বেড়ে হয়েছে ১৭৫ কোটি টাকা। ব্যাংকটির মুনাফা বেড়েছে ১১ শতাংশ।স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালন মুনাফা ১৫৫ কোটি টাকা থেকে ১৯০ কোটি টাকা হয়েছে।এক বছরের ব্যবধানে ২৩ শতাংশ বেড়েছে এ ব্যাংকের পরিচালন মুনাফা। প্রিমিয়ার ব্যাংক মুনাফা করেছে ১৫৭ কোটি টাকা, যা গত বছর ছিল ৬৭ কোটি টাকা মাত্র।এ ব্যাংকের মুনাফা বেড়েছে ১৩৪ শতাংশ।

Advertisement