মাথা ফাটিয়ে দেবছেলে : কলম আছে কলম?মেয়ে : না!একটু পরে আবার-ছেলে : কলম আছে?মেয়ে : নাই বলছি না।ছেলে : কলম আছে কলম?মেয়ে : কলম নাই! আর একবার জিজ্ঞেস করলে হাতুড়ি দিয়ে পিটিয়ে তোর মাথা ফাটিয়ে দেব।কিছুক্ষণ পরে আবার-ছেলে : হাতুড়ি আছে?মেয়ে : না, নাই!ছেলে : আচ্ছা! তাহলে কলম আছে, কলম? ****আজিজ মৃতমিসেস আজিজকে সবাই কৃপণ হিসেবে জানে। আজিজ সাহেব মারা যাওয়ার পর তিনি পত্রিকায় শোক বিজ্ঞপ্তি দিতে গেলেন। বিজ্ঞাপন ম্যানেজারের সঙ্গে তার কথা হচ্ছে-মিসেস আজিজ : শোক বিজ্ঞপ্তির জন্য কত টাকা লাগবে?ম্যানেজার : প্রতি পাঁচ শব্দ একশ’ টাকা।মিসেস আজিজ : আমি মাত্র দু’টো শব্দ ছাপাতে চাই- ‘আজিজ মৃত’।ম্যানেজার : তবু আপনাকে একশ’ টাকাই দিতে হবে। আপনি ইচ্ছা করলে আরও তিনটি শব্দ যোগ করতে পারেন।মিসেস আজিজ : ঠিক আছে, তাহলে ওটার সঙ্গে যোগ করে দিন- ‘টয়োটা বিক্রি হবে’।****বাস সহকারী : এই যে ভাই, ভাড়াটা দিন।যাত্রী : এই নিন।বাস সহকারী : ৫ টাকা কেন? ভাড়া তো ১০ টাকা।যাত্রী : আমি ছাত্র। আমার ভাড়া হাফ। বাস সহকারী এরপর গেলেন পাশের জনের কাছে-বাস সহকারী : আপনার ভাড়া দিন।যাত্রী : ওই ছাত্রের ভাড়া হাফ, আমি ওর মাস্টার, আমার ভাড়া মাফ। দূর থেকে আরেকজন চেঁচিয়ে বলল-যাত্রী : ওই বেটা! আমারে কিছু টাকা দে, আমি মাস্টারের বাপ!এসইউ/এমএস
Advertisement