খেলাধুলা

মেয়েকে কাছে পেয়ে স্নেহময় পিতার ভূমিকায় মাশরাফি

মেয়েকে কাছে পেয়ে স্নেহময় পিতার ভূমিকায় মাশরাফি

টাইগারদের অধিনায়ক যে একজন স্নেহময় পিতাও, বিমানবন্দরে মেয়েকে জড়িয়ে ধরে আদর করার দৃশ্যটা যেন হঠাৎই এই ভূমিকান্তরটি মনে করিয়ে দিল। প্রায় দু’মাসের বিশ্বকাপ সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এর মধ্যেই দু’সপ্তাহ আগে বেশ অসুস্থ হয়ে পড়েছিল মাশরাফির মেয়ে। অস্ট্রেলিয়ায় থেকে মেয়ের অসুস্থতার খবর শুনে ব্যাকুল হয়ে ছিলেন মাশরাফি। একবার ভেবেওছিলেন দেশে ফিরে আসবেন। কিন্তু কর্তব্যের কাছে সে ইচ্ছাকে বিসর্জন দিতে হয়েছিল তার। দু’মাস পর দেশে ফিরে তাই মেয়েকে কাছে পেয়ে নিজেকে সামলে রাখতে পারেননি তিনি। জড়িয়ে ধরে মেয়েকে আদর করলেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি। রচিত হলো পিতা-কন্যার পুনর্মিলনের এক চিরন্তন মুহূর্ত।এসআরজে

Advertisement