নোবেলজয়ী সাহিত্যিক ভিএস নাইপল ইসলামিক স্টেট (আইএস)-কে বর্তমান পৃথিবীর জন্য সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন। মেইল পত্রিকায় রোববার এক কলামে তিনি এ মন্তব্য করেন। হাউজ অব মিস্টার বিশ্বাস উপন্যাসের এই লেখক তার কলামে বলেন, থার্ড রাইখের পর আইএস ফোর্থ রাইখের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাদের কাজের ধরণও নাজি বাহিনীর মতোই। তিনি পশ্চিমা বিশ্বকে অবিলম্বে আইএস উৎখাতে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে বলেন, নতুবা হিটলার বাহিনীর হত্যাযজ্ঞের পর সভ্যতার জন্য এ হবে আরেকটি সাংঘাতিক আঘাত। নাইপলের মতে, নাজি বাহিনীর মতো আইএসও মনে করে তারা জাতিশ্রেষ্ঠ এবং এই কারণে শিয়া, খ্রিষ্টান, ইহুদিসহ অন্যান্য জাতির মানুষদের নির্বিচারে হত্যাকে তারা কর্তব্য মনে করছে। তারাও থার্ড রাইখের মতোই সুসংহত, প্রতীকপূজারি এবং আধিপত্যবাদী। এই সবক’টি বৈশিষ্ট্যই বিধ্বংসী। ত্রিনিদাদে জন্মগ্রহণকারী ৮২ বছর বয়সী এই ব্রিটিশ লেখক এও বলেন, গোয়েবলস নিশ্চয়ই আইএসের প্রচারণার পেশাদারিত্ব দেখে গর্ববোধ করতেন। নাইপল বরাবরই ইসলাম নিয়ে সমালোচনার জন্য বিতর্কিত থেকেছেন। তিনি বিভিন্ন মুসলিম রাষ্ট্র ঘুরে ‘অ্যামাং দ্য বিলিভারস’ এবং ‘বিয়ন্ড বিলিফ’ নামে দুটো বইও লেখেন। তাতে তিনি ধর্মান্তরকরণকে এমনকি সাম্রাজ্যবাদের চেয়েও মারাত্মক বলে উল্লেখ করেছেন।এসআরজে
Advertisement