রাজনীতি

সরকারের পায়ের নিচে মাটি নেই : ফখরুল

সরকারের পায়ের নিচে মাটি নেই বলে ভীত সন্ত্রস্ত হয়ে তারা জনমতকে উপেক্ষা করে আবারও বাকশাল কায়েমের উদ্দেশে নতুন সম্প্রচার নীতিমালা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি আয়োজিত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার জাহিদের ৬ষ্ঠ মুত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের অধিকার কেড়ে নিয়েছে। গোটা পৃথিবী ও বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে গণতন্ত্রের আবারণে ভেতরে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে। সরকার আইনশৃঙ্খলা ও বিচার বিভাগকে দলীয়করণ করছে। সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা হরণ করছে।তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় এভাবে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আপনারাও (আওয়ামী লীগ) পারবেন না। ১৫ আগস্ট রাতে বেসরকারি টিলিভিশনে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের বাকশাল প্রসঙ্গে দেয়া বক্তব্যের সমালোচনা করেন ফখরুল।সরকারের প্রতি ইঙ্গিত করে ফখরুল বলেন, যারা দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করতে  হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।    আয়োজক সংগঠনের চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজার সভাপতিত্বে আরও বক্তব্য দেন-  জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মোবিন, বাংলাদেশের ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি প্রমুখ।

Advertisement