আন্তর্জাতিক

সঙ্গী ছাড়াই মা হাঙ্গর

দীর্ঘ দিনের সঙ্গীর থেকে তিন বছর আলাদা থাকার পর অস্ট্রেলিয়ায় একটি অ্যাকুলিয়ামে একটি মেয়ে হাঙ্গরের মা হওয়া নিয়ে বিস্মিত বিজ্ঞানীরা। যেকোনো প্রজাতির মেরুদণ্ডী কোনো প্রাণীর ক্ষেত্রে এ ধরনের ঘটনা এবার দিয়ে তৃতীয়বারের মতো ঘটলো। এরআগে এমন ঘটনা ঘটেছে একটি ঈগল ও অজগরের ক্ষেত্রে।  ২০০৬ থেকে শুরু করে ২০১২ সাল পর্যন্ত লিওনি নামের এই জেব্রা প্রজাতির হাঙ্গরটি কুইন্সল্যান্ডের টাউনসভিলের রিফ এইচকিউ অ্যাকুরিয়ামে ছিল। পরে তার পুরুষ সঙ্গীকে সরিয়ে নেয়া হয়। সূত্র: সিএনএন।এনএফ/আরআইপি

Advertisement