দেশজুড়ে

সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে মৎস্য ঘের ও ৭টি গ্রাম প্লাবিত

সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীর দূর্গাবাটি মাদিয়া নামক স্থানে প্রায় আড়াই’শ ফুট বেড়িবাঁধ ভেঙে প্রায় দেড় শতাধিক বিঘা মৎস্য ঘের ও ৭টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রবল স্রোতে  পানি প্রবেশ করেছে মাদিয়া, দূর্গাবাটি, আড়পাঙ্গাশিয়া গ্রাম ও পাশ্ববর্তী ইউনিয়নের বয়ারসিং ও হেঞ্চিসহ ৭টি গ্রামে। রোববার দুপুরে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দূর্গাবাটি-মাদিয়া নামক স্থানে বেড়িবাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয়রা জানান, দুপুরে জরাজীর্ণ বাঁধটি ধসে নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে ইতিমধ্যে প্রায় দেড় শতাধিক বিঘা মৎস্য ঘেরসহ ৭টি গ্রামের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। স্থানীয় বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, দীর্ঘ ছয় মাস পূর্বে নতুন বেড়িবাঁধ তৈরীর মানচিত্র করা হলেও এখনো পর্যন্ত তার নির্মাণ কাজ শুরু হয়নি। সম্প্রতি স্থানীয়রা নিজস্ব উদ্যোগে বাঁধ মেরামতের কাজে হাত দেয়।কিন্তু বাঁধের কাজ চলমান থাকা অবস্থায় বাঁধটি ধসে নদী গর্ভে চলে গেছে। দ্রুত বেড়িবাঁধ সংস্কার করা সম্ভব না হলে গোটা শ্যামনগর উপজেলার কয়েকটি ইউনিয়ন প্লাবিত হবে। ঘটনাস্থল থেকে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মুজিবর রহমান জানান, বর্তমানে জোয়ার চলছে। ভাটা শুরু হলেই বাঁধ সংস্কারের কাজ শুরু হবে। জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শনে আসছেন সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসান।এমজেড/পিআর

Advertisement