মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতেও যাবেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার দলীয় সূত্র এ তথ্য জানা গেছে।রোববার দলের সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল আটটায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে এবং সকাল ১০টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন দলের জাতীয় ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ থেকে স্পষ্ট হয় খালেদা জিয়া স্মৃতিসৌধে যাচ্ছেন না। এর আগে গত ২১শে ফেব্রুয়ারিতেও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে যাননি খালেদা জিয়া। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি থেকে নিজের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে অবরুদ্ধ ও পরে স্বেচ্ছায় অবস্থান করছেন খালেদা জিয়া। সেখান থেকেই গত ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করছেন তিনি। এএইচ/পিআর
Advertisement