মশিউর রহমান তুহিন, সিডনিঃ একটি খেলা বদলে দিল সব হিসাব-নিকাশ। ভারতের কাছে বাংলাদেশ দলের পরাজয়ে যতনা কষ্ট পেয়েছে বাংলাদেশি দর্শকরা তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের কারণে। দর্শকদের ধারণা খেলায় ভুল সিদ্ধান্তগুলো বাংলাদেশের বিপক্ষে না গেলে খেলার ফলাফল ভিন্ন হতে পারতো। তাই বাংলাদেশসহ সারাবিশ্বে আইসিসি ও আম্পায়ারদের সমালোচনা চলছে। এমনকি অনেক সাবেক ক্রিকেটার এই বিতর্কে বাংলাদেশের পক্ষ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- রিকি পন্টিং, ব্রায়ান লারা, শোয়েব আক্তার, রমিজ রাজা, ম্যাথু হেডেন ও নাসির হোসেনসহ আরও অনেকে।আগামী ২৬ ও ২৭ তারিখ সেমিফাইনালের দু`টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসাবে বাংলাদেশের দর্শকরা ভারতের সমর্থন করার কথা কিন্তু বাস্তবে এই মুহূর্তে সবার একটায় কথা ভারত ছাড়া যে কেউ বিশ্বকাপ জিতুক, তাদের কোন আপত্তি নাই। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে ভারতের কঠোর সমালোচনা।বাঙ্গালি দর্শক-সমর্থকরা এখন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকায় ভাগ হয়ে গেছে। তাছাড়া দর্শকদের আলোচনায় স্থান পাচ্ছে কে কাকে সমর্থন করবে? অস্ট্রেলিয়া স্বাগতিক দেশ হওয়াতে সিডনির স্থানীয় বাংলাদেশিদের বেশীরভাগ তাদের সমর্থন করবে। সেমিফাইনাল নিয়ে অনেকের কাছে আমরা তাদের প্রতিক্রিয়া জানতে চাইলে সবার একটা কথা- ভারত ছাড়া যে কেউ বিশ্বকাপ জিতুক। আমরা তাদের স্বাগত জানাবো।ওয়ালী পার্ক গ্রামীণ গ্রোচারীর মালিক মাসুদ আলম বলেন, আইসিসি ভারতের পক্ষ নিয়ে যে অন্যায় করেছে আমরা তাদের সমর্থন করতে পারি না।লাকেম্বার প্রবাসী ইমতিয়াজ বলেন, আমরা অস্ট্রেলিয়ার জয় কামনা করছি ভারতের বিপক্ষে। বাংলাদেশের সাথে তারা যে আচরণ করেছে অস্ট্রেলিয়ার সাথে তা করতে পারবে না।গণেশ কর্মকার নামে আরেক বাংলাদেশি বলেন, সব সময় ভারতকে সমর্থন করতাম কিন্তু এখন আর সম্ভব না। কারন তারা বুঝিয়ে দিয়েছে তাদের মানসিকতা কতোটা নোংরা। আমি চাই নতুন কেউ নিউজিল্যান্ড অথবা সাউথ আফ্রিকা কাপ নিক। তারপরও আমরা আশা করি সবশেষে ক্রিকেটের জয় হবে। এই ক্রিকেট খেলায় বর্তমানে বাণিজ্য যেভাবে ডুকে পড়ছে তাতে সবাই শঙ্কিত, আগামীদিনে এই খেলার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়।আরএস/পিআর
Advertisement