দেশজুড়ে

শেরপুরে ২৩ মার্চ ওড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা

২৩ মার্চ। ১৯৭১ সনের এই দিনে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ওড়ানো হয় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। সে সময় শত শত প্রতিবাদী ছাত্র-জনতার অবিরাম স্লোগানের মধ্য দিয়ে ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ বাংলাদেশের মানচিত্রখচিত ‘জয়বাংলা’ লেখা এ পতাকা উত্তোলন করেন।পতাকা উত্তোলনের এ অগ্রনায়করা হলেন, তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদ নেতা আমজাদ হোসেন, মোজাম্মেল হক, ফকির আক্তারুজ্জামান, আব্দুল ওয়াদুদ অদু, লুৎফর রহমান মোহন প্রমুখ। এখনও ওই পতাকাটি সেক্টর কমান্ডার্স ফোরাম শেরপুর জেলা কমিটির সদস্য সচিব ফকির আক্তারুজ্জামানের কাছে ইতিহাসের সাক্ষী হিসেবে সংরক্ষিত আছে। মুক্তিযোদ্ধা ফকির আক্তারুজ্জামান বলেন, ১৯৭১ সনের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, ..মুক্তির সংগ্রাম...’ ভাষণের পর থেকেই শেরপুরের সংগ্রামী ছাত্র-জনতা আরো প্রতিবাদী হয়ে ওঠেন। সভা-সমাবেশ, মিছিল-মিটিংয়ে উত্তপ্ত হয়ে ওঠে পুরো শেরপুর এলাকা। চলতে থাকে মুক্তিযুদ্ধের প্রস্তুতি। গঠিত হয় সর্বদলীয় সংগ্রাম কমিটি। এছাড়া আন্দোলনকারী ছাত্রদের নিয়ে গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। তিনি বলেন, তখন আমরা শেরপুরের ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা বাংলাদেশের পতাকা কেমন হবে তা নিশ্চিত ছিলাম না। তাই স্থানীয়ভাবে নিজেরা ধারণা করেই মানচিত্রখঁচিত ওই পতাকাটি তৈরি করেছিলাম। মুক্তিযোদ্ধা তালাপতুপ হোসেন মঞ্জু জানান, মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে সংগ্রাম কমিটির ছাত্র-জনতাকে  নিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে। সংগ্রাম পরিষদের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয় বর্তমান অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) বাসভবনটি। এছাড়া বর্তমান সরকারি মহিলা কলেজ এলাকায় আড়াইআনি বাড়ির আম্রকাননে স্বেচ্ছাসেবক বাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ শুরু হয়। শেরপুর থানা থেকে সংগৃহীত কয়েকটি বন্দুক দিয়ে এখানে ছাত্র-যুবকদের প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তীতে ১ এপ্রিল ভারত সীমান্ত ঘেষা ঝিনাইগাতী থানার রাংটিয়া পাতার ক্যাম্পে স্থাপন করা হয় প্রশিক্ষণ শিবির। শেরপুরের ১২ জন যুবক এ প্রশিক্ষণ শিবিরে প্রথম ব্যাচে প্রশিক্ষণ গ্রহণ করেন। অপরদিকে মুক্তিযোদ্ধারা যখন সংগঠিত ও প্রশিক্ষণ নিতে থাকে তখন একাত্তরের ঘাতক বৃহত্তর ময়মনসিংহ জেলার ইসলামী ছাত্র সংঘের প্রধান কামারুজ্জামানের নেতৃত্বে সংগঠিত হয় আলবদর-রাজাকার বাহিনী। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে কামারুজ্জামানকে ফাঁসির সাজা ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে ফাসিঁর দণ্ড নিয়ে কামারুজ্জামান কারাগারে অন্তরীন রয়েছেন।একসময় শেরপুরে এ দিনটি পতাকা উত্তোলন দিবস হিসেবে পালন করা হলেও এবার এ নিয়ে কোনো কর্মসূচীর সংবাদ জানা যায়নি।      এমজেড/পিআর

Advertisement