ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজের দখল নিয়েছে দেশটির হুথি বিদ্রোহীরা। দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রে এ কথা জানানো হয়। খবর বিবিসি।খবরে বলা হয়, তাইজ শহরের কিছু অংশ দখলের পাশাপশি একটি বিমান বন্দরেরও দখল নিয়েছে বিদ্রোহীরা। এর আগে শনিবার যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিস্থিতির অবনতির অযুহাতে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করলে বিদ্রোহীরা আরো বেপরোয়া হয়ে উঠে।প্রত্যক্ষদর্শীরা জানান, শহর দখলের পর সামরিক পোশাক পরা হুথি যোদ্ধাদেরকে বিমানবন্দরসহ শহরের নানা জায়গায় টহল দিতে দেখা গেছে। ইয়েমেনের উত্তর থেকে তাইজ শহরের দিকে যেতে দেখা গেছে কয়েক ডজন ট্যাংক এবং সামরিক যানকে।তবে স্থানীয় বাসিন্দারা হুথি বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নামলে ফাঁকা গুলি ছোড়ে বিদ্রোহীরা। এতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এএইচ/পিআর
Advertisement