বাংলাদেশের বিকাশমান রংয়ের বাজারে নজর পড়েছে ভারতীয় উদ্যোক্তাদের। লোভনীয় এ বাজারে ব্যবসা বাড়াতে আগ্রহী হয়ে উঠছে তারা। এশিয়া পেইন্টসের পর এবার বাংলাদেশের বাজারে আসছে একজো নোবেল। এসিআই গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসিআই ফর্মুলেশন লিমিটেড একজোর রং বাজারজাত করবে।খবর বিজনেস স্ট্যান্ডার্ড, ইকোনোমিক টাইমস ও বিজনেস লাইনের।জানা গেছে, প্রথম পর্যায়ে এসিআই ফর্মুলেশনের মাধ্যমে রং বাজারজাত করা হবে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ডুলাক্স ব্র্যান্ডের রং পরীক্ষামূলকভাবে বাজারজাত শুরু করেছে।কিছুদিনের মধ্যেই পূর্ণাঙ্গ বাজারজাত কার্যক্রম শুরু হবে। বাজারে নিজেদের ব্র্যান্ডের শক্ত অবস্থান তৈরি করতে পারলে এখানে যৌথ উদ্যোগে কারখানা স্থাপন করবে একজো নোবেল।সম্প্রতি অনুষ্ঠিত একজো নোবেল ইন্ডিয়ার বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে ব্যবস্থাপনা পরিচালবক জয়াকুমার কৃষ্ণাশামী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে এসিআই ফর্মুলেশনের কারখানা ভাড়া নিয়ে সেখানে ডুলাক্স ব্র্যান্ডের রং উৎপাদন করা হবে। আর উৎপাদিত এ রং তারাই (এসিআই) বাজারজাত করবে।এসিআই ফর্মুলেশন বছরে ২০ লাখ লিটার রং উৎপাদন করতে পারবে। চাহিদা ৫০ লাখ লিটার ছাড়ালে বাংলাদেশে সরাসরি কারখানা স্থাপন করবেন তারা
Advertisement