দেশজুড়ে

জনতার হামলায় আহত ৬

কক্সবাজারের মহেশখালি উপজেলার মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের ফিল্ড বুক তৈরি করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার হামলায় জেলা ভূমি হুকুম দখল কর্মকর্তাসহ ওই অফিসের ৬ জন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। এ সময় তাদের বহনকারী ২ টি স্পীড বোটও সাগরে ডুবিয়ে দেয়া হয়।রোববার বেলা ১২ টার দিকে মাতারবাড়ি খন্দের বিল এলাকার মঞ্জুর কাদেরের লবণ মিলে এ ঘটনা ঘটে। আহতরা হলন, জেলা ভূমি হুকুম দখল ও অধিগ্রহণ কর্মকর্তা মাহমুদুর রহমান, কানুনগো বিজয় শংকর চাকমা, শ্রীমান ভূট্টো, সার্ভেয়ার নাজমুল, মনিরুজ্জামান ও অফিস সহায়ক মঈন উদ্দিন।অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মুজিবুর রহমান জানান, মাতারবাড়িতে যৌথ তদস্ত অর্থাৎ ফিল্ড বুক তৈরি করতে জেলা ভূমি অফিসের ৭ জন টিম খন্দের বিল এলাকায় পৌছায়। এ সময় স্থানীয় মঞ্জুর কাদের চৌধুরী, বখতিয়ার ও কায়সারের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী তাদের উপর হামলা করে। এতে ভূমি অফিসের ৬ জন কর্মকর্তা কর্মচারী আহত হন। আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আহতদের উদ্ধার করা হয়েছে এবং জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।এমজেড/পিআর

Advertisement