সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার উভয় শেয়ারবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকের লেনদেনের পরিমাণ। একই সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২০৩টির দাম বেড়েছে, কমেছে ৭১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট বেড়ে চার হাজার ৫৩৩ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ২৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১০৪ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০৯ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ২৬৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিন অর্থ্যাৎ বৃহস্পতিবারের চেয়ে ১০২ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৬৬ কোটি টাকা। যা এ বছরের সর্বনিম্ন লেনদেন।দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৭৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৭৬ পয়েন্টে অবস্থান করছে।এদিন সিএসইতে মোট ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ১৪২টির, কমেছে ৬১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২২ কোটি ৯০ লাখ টাকা।এসআই/এএইচ/পিআর
Advertisement