ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত গুন্ডা-দ্য টেরোরিস্ট সিনেমাটি চলতি বছরের ১০ এপ্রিল, সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি গত ৪ ডিসেম্বর, বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বাপ্পি, আঁচল, অমৃতা, তানভীর, মিশা সওদাগরসহ আরও অনেকে।গেল বছরের ১২ আগস্ট থেকে এ সিনেমার শুটিং শুরু হয়। ঢাকা ও ঢাকার আশেপাশের এলাকায় এ সিনেমার দৃশ্যধারনের কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়া কক্সবাজারের বিভিন্ন লোকেশনে সিনেমাটির গান ও অ্যাকশন দৃশ্যের শুটিং করা হয়েছে।এই ছবিতে শ্যুটিংয়ের মজার স্মৃতিচারণা করতে গিয়ে নায়িকা অমৃতা খান বলেন, ‘আমরা উত্তরার আশ্রয় শুটিং হাউজে কাজ করেছি। একদিন শুটিংয়ে মিশা সওদাগর তাঁর সংলাপ বলছিলেন, ‘আমার বাড়ি, গাড়ি, টাকা পয়সা- সব তোমার জন্য। শুধু তুমি আমাকে বিয়ে কর।’ সাথে সাথেই হাসতে শুরু করলাম আমি। সবাইতো অবাক। সবাইকে তখন বললাম, ‘অন্তরে অন্তরে’ ছবিতে মিশা সওদাগর আমার বাবার চরিত্র করেছিলেন। আর এবার ‘গুন্ডা’ ছবির শুটিংয়ে তিনি যখন আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, তখন বারবার আগের ছবির কথা মনে পড়ে যাচ্ছিল। এ কারণে মিশা সওদাগর ভাইয়ের দিকে যখনই তাকিয়েছি, তখনই হাসি পেয়েছে।’ছবির আরেক নায়িকা আঁচল বলেন, ‘আমরা পুরো টিম অনেক মনোযোগ দিয়ে কাজটি করেছি। গতানুগতিক প্রেমের গল্পের থেকে আলাদা এই ছবি। এখানে আমি নিজেও নতুনভাবে উপস্থাপতি হয়েছি। এই ছবিতে আমাকে দেখা যাবে বড়লোকের চঞ্চল একটি মেয়ের চরিত্রে। আশাকরি দর্শকরা শতভাগ বিনোদন পাবেন।’ ছবির গল্পে দেখা যাবে আঁচলকে তার পরিবার বিয়ে দিতে চাইছে। কিন্তু আঁচল বিয়ে করতে চাচ্ছে না। কারণ পছন্দের ছেলেকে সে পায়নি। তার পছন্দ এমন ছেলে যে হবে অনেক সাহসী এবং ভালোবাসবে শুধু তাকেই। একদিন ঘটনাচক্রে বাপ্পির প্রেমে পড়ে যায় আঁচল। আর গল্পে ভিন্ন মোড় নেয় অমৃতার আগমনে।ছবির পরিচালক ইস্পাহানি আরিফ জাহান বলেন, ‘বাপ্পি ও আঁচল জুটিবদ্ধ হয়ে অনেক ছবিই করেছে। এর মধ্যে তারা সফল কারণ দর্শক এই জুটিকে পছন্দ করেছে। তবে তাদের বেশির ভাগ ছবিই প্রেমনির্ভর। আমি এই ছবিতে বাপ্পিকে অ্যাকশন হিরো হিসেবে উপস্থাপন করেছি। বাপ্পির অভিনয়, নাচ, ফাইট প্রত্যেকটি বিষয়ের সাথে তার অ্যাকশনটা খুব যায়। এই দুইজনের সাথে অমৃতাকেও ভালো লাগবে সবার।’তিনি আরো বলেন, ‘আমার আগের ছবিগুলোতে দর্শক ভিন্ন ভিন্ন ধরনের গল্প পেয়েছেন। এই ছবিতেও অন্য ধরনের মজা পাবেন-যা এখনই প্রকাশ করছি না।’গুন্ডা দ্য টেরোরিস্ট সিনেমায় প্রথমবারের মতো আইটেম গানে নেচেছেন বাপ্পি-আঁচল। এর আগে আঁচল ও বাপ্পি একসঙ্গে চারটি চলচ্চিত্রে অভিনয় করেছে। এগুলো হলো- জটিল প্রেম, প্রেম প্রেম পাগলামি, কি প্রেম দেখাইলা ও আজব প্রেম।এলএ/পিআর
Advertisement