অর্থনীতি

গ্রামীণফোন এবং সিআইপিএস এর উদ্যেগে সেমিনার

গ্রামীণফোন এবং দি চার্টার্ড ইনস্টিটিউট অফ প্রোকিউরমেন্ট এন্ড সাপ্লাই (সিআইপিএস) বাংলাদেশ নেটওয়ার্ক যৌথভাবে জিপিহাউজে “প্রফেশনাল  প্রোকিউরমেন্ট কন্ট্রিবিউটস টুয়ার্ডস অরগানাইজেশনাল প্রফিটিবিলিটি" শীর্ষক একটি সেমিনার আয়োজন করে।সেমিনারের প্রধান অতিথি ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. মির্জা আজিজুল হক  এবং সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণফোনের চিফ প্রোকিউরমেন্ট অফিসার আসিফ তৌহিদ।সেমিনারের অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন- পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রোকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এর ডিরেক্টর জেনারেল মোঃ ফারুক হোসেন,  আইসিসিডিআরবি এর ডিরেক্টর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট স্যামুয়েল লুইস রোজ এবং অ্যাসোসিয়েট প্রোফেসর, এআইএস, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউসুফ কামাল। বিভিন্ন বহুজাতিক কোম্পানি এবং স্থানীয় বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠানের প্রোকিউরমেন্ট প্রধানগণ সেমিনারে অংশ নেন। প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধি অর্জনে প্রোকিউরমেন্ট পেশাজীবিদের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে এই সেমিনার আয়োজন করা হয়।এসএ/আরএস

Advertisement