খেলাধুলা

২৫২ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে টিকে থাকতে চতুর্থ ম্যাচে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আর এ লক্ষ্যে প্রোটিয়াদের দেওয়া ২৫২ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা আগ পর্যন্ত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগহ ৪ উইকেট হারিয়ে ৪৪ রান। এর আগে বুধবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়া অধিনায়ক। ব্যাট করতে নেমে দলীয় ৩৮ রানে স্টেইনের উইকেট হারায় দক্ষিন-আফ্রিকা প্রমিলারা। জাহানার বলে বোল্ড হয়ে ১৪ রান করে ফিরে যেতে হয় তাকে। দলের পক্ষে সর্বচ্চো রান করেন ডুপ্রিজ। ১৫৭ বলে করে ৭৯ রান। তার এই ৭৯ রানের ইনিংসটি থেকে আসে ৬টি চারের মার। দলের পক্ষে দ্বিতীয় সর্বচ্চো রান করে ট্রিয়ন। ৬৪ বলে ৭ চারের সাহায্যে করে ৪৭ রান। বাংলাদেশের হয়ে খাদিজাতুল কোবরা নেন সর্বচ্চো ৩ উইকেট,রুমানা আহমেদ ২টি ও জাহানারা আলম নেন ১টি  করে উইকেট। এমআর/জেআইএম

Advertisement