তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের প্রধান শত্রু বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। তারা বলেছেন, নবম ওয়েজ বোর্ড ঘোষণার ব্যাপারে তার সঙ্গে আর কোনো আলোচনা করা হবে না। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা ও তার দিকনির্দেশনা মেনে ওয়েজ বোর্ড ঘোষণার দাবি আদায় করা হবে। এর আগে আগামী ৩১ জানুয়ারির মধ্যে দেশের বিভিন্ন বিভাগে সমাবেশ করা হবে।নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বুধবার জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকে আয়োজিত এক সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেন।ডিইউজের সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পলক, কোষাধ্যক্ষ মধুসুদন মণ্ডল, বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল, ডিইউজের সহ-সভাপতি আতিকুর রহমান, ডিআরইউ’র সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, বিএফইউজের কার্যনির্বাহী সদস্য সৈয়দ ইসতিয়াক রেজা, ডিইউজের প্রচার ও প্রচারণা সম্পাদক আকতার হোসেন, দফতর সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল ও ডিআরইউ বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি মাহমুদুর রহমান খোকন প্রমুখ।এমইউ/জেডএ/এমএস
Advertisement