ফার্ণিচার খাতের রফতানি উন্নয়নের লক্ষ্যে আগামী মঙ্গলবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ফার্ণিচার এন্ড ইনটেরিয়র ডেকর (বিএফআইডি) এক্সপো-২০১৫। যমুনা ফিউচার পার্কে নর্থ কোটে এ মেলা ও ফার্ণিচার সামগ্রি প্রদর্শনী হবে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত।রোববার রাজধানীর রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইপিবি ভাইস-চেয়ারম্যান শুভাশীষ বসু।তিনি জানান, দেশের রপ্তানী বাণিজ্যে দুর্বলতা, সীমিত পণ্য ও সীমিত বাজারের উপর রফতানি নির্ভরতা। ইপবি এ শিল্পের সমস্যা সমাধান ও প্রণোদনা দেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছে। পণ্য বহুমুখীকরণ এবং বাজার বহুখীকরণের জন্য ঘণ জনবসতিপূর্ণ বাংলাদেশে শ্রম নির্ভর শিল্পের উপযোগিতা অনেক বেশি।গত বছরের মেলায় দেশি ক্রেতাসহ বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান থেকে অনুকুল সাড়া পাওয়া গেছে। এ বছরেও এর ব্যতিক্রম হবে না বলে জানান শুভাশীষ বসু।চলমান রাজনৈতিক পরিস্থিতি মেলায় কোন প্রভাব পড়বে না বলে দাবি করে শুভাশীষ বসু আরো বলেন, প্রতিবছর এ মেলা অনুষ্ঠিত হয়। যদি এ বছর না হয়, তাহলে বিদেশি ক্রেতারা বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা নিবে। তাদেরকে আবারো দেশে ফিরিয়ে আনার জন্যই এ বছর মেলার আয়োজন করা হচ্ছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার বেলা ১১টায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ মেলার উদ্বোধন করবেন। মেলায় ৫১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। দর্শনার্থী ফি ছাড়াই মেলা পরিদর্শন করতে পারবেন।মেলাটি যৌথভাবে আয়োজন করছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ ফার্ণিচার রপ্তানীকারক সমিতি, বাংলাদেশ ফার্ণিচার শিল্প মালিক সমিতি, বাংলাদেশ হস্তশিল্প রফতানিকারক সমিতি (বাংলাক্রাফট) ও বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টস ম্যানুফ্যাকচারস এন্ড এক্সপোর্টার্স। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফার্ণিচার রফতানিকারক সমিতির সভাপতি কে এম আকতারুজ্জামান ও বাংলাদেশ ফার্ণিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম এইচ রহমানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এসআই/আরএস/পিআর
Advertisement