দেশজুড়ে

টাঙ্গাইলে বিএনপি মিছিলের প্রস্তুতিকালে পুলিশের পিটুনি, আহত ২৫

টাঙ্গাইলে ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে পুলিশের পিটুনিতে কমপক্ষে ২৫জন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। রোববার দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ ঘটনা ঘটে।  সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিভিন্ন এলাকা থেকে ২০ দলের নেতা কর্মিরা এসে মিছিলের জন্য প্রস্তুতি নিতে থাকে। এসময় পুলিশ তাদেরকে পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ শাহীন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবুল, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম বাবু, শহর ছাত্রদলের আহবায়ক মারুফ সরোয়ার, বিএনপি কর্মী আমিনুর, সোহাগ, ছাত্রদল কর্মী আব্দুল্লাহ, রাসেল, যুবদলের ওয়ার্ড সভাপতি সজলসহ ২৫ জন আহত হয়েছে।  এদের মধ্যে গুরুতর আহত ৫জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলো, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ শাহীন, বিএনপি কর্মী মোসলেম, রাসেল, আমিনুর ও রুবেল।এসএইচএ/এমএস

Advertisement