জাতীয়

ছড়াকার ও সাংবাদিক চন্দন আর নেই

বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক এবং দৈনিক মানবকণ্ঠের ফিচার এডিটর ওবায়দুল গনি চন্দন আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন, সম্প্রতি ফুসফুসে পানি জমার পর তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

Advertisement

শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- ‘কান নিয়েছে চিলে’, ‘আমার মানুষ গান করে’, ‘থাকছি ঢাকায় সবাই ফাইন চারশো বছর চারশো’, ‘আঙুল ফুটে বটগাছ’, ‘লেবেন ডিশের লেবেনচুষ’, ‘ভ্যাবলা ছেলে ক্যাবলাকান্ত’, ‘সবুজ সবুজ মনটা অবুঝ’।

 

ওবায়দুল গণি এর আগে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, বাংলাভিশন, বৈশাখী টেলিভিশনে কাজ করেছেন। এছাড়া তিনি রম্য সাময়িকী কার্টুন এ এক সময় কাজ করতেন। কিশোর তারকালোকেও কাজ করেছেন এই ছড়াকার।

Advertisement