খেলাধুলা

‘নো’ বলের প্রমাণ মুছে দিল আইসিসি! (ভিডিও)

আম্পায়রদের বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয় বাংলাদেশে। এরপর থেকে যা নিয়ে এখনও ক্রিকেট বিশ্বে সমালোচনার ঝড় বইছে। বিশেষ করে ভারতের ইনিংসে ৪০তম ওভারের চতুর্থ বলটি নিয়ে বেশি তোলপাড় চলছে।মাঠের বিতর্কের রেশ কাটার আগেই নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। রুবেলের করা ৪০তম ওভারের চতুর্থ বলটি ওয়েবসাইট থেকে ‘মুছে’দিয়েছে তারা!আইসিসি তাদের ওয়েবসাইটের ম্যাচ সেন্টার ট্যাবে প্রতিটি বলের ‘হক আই প্রোজেকশন’ দেয়। সেই অনুযায়ী বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রতিটি বলের প্রোজেকশনও দেয়া হয়েছে। কিন্তু রোহিত শর্মাকে করা রুবেল হোসেনের আলোচিত সেই বলটি সেখানে নেই। বলটি আম্পায়ার নো ডাকায় ৭টি বল করতে হয় রুবেলকে। আইসিসির ম্যাচ সেন্টার ট্যাবে দেখা যায় ১,২,৩,৫,৬ নম্বর বলের প্রজেকশন আছে,কিন্তু চতুর্থ বলটির প্রজেকশন নেই। তৃতীয় বলের পর সরাসরি পঞ্চম বল দেখানো হচ্ছে। হয় আইসিসি প্রথম থেকেই ওই বলের প্রজেকশন দেয়নি,অথবা দিলেও বিতর্ক ওঠার পর তা সরিয়ে ফেলা হয়েছে।আইসিসির এমন কোনো বিধি নেই যে,‘নো’বলের প্রজেকশন দেখানো হবে না। কেননা, একই ম্যাচের ৪২তম ওভারের পঞ্চম বলটি ‘নো’ করেন মাশরাফি বিন মুর্তজা। হক আই প্রোজেকশনে সেই বলটিও দেখানো হয়েছে। আর আইসিসি ওই বলটি নো দেয়ার পক্ষে পরে সাফাইও গেয়েছে।তারপরও রুবেলের বলটি কেনো সেই তালিকা থেকে বাদ দেয়া হয়েছে সেটি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। আইসিসি এখন ব্যাপারটিকে ধামাচাপা দেয়ার যতো চেষ্টাই করুক না কেন এর দায় তারা এড়াতে পারে না।এমআর/আরআইপি

Advertisement