খেলাধুলা

বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে ভারতে

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম কোনটি? উত্তর- মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, ক্রিকেটপ্রেমীদের কাছে সংক্ষেপে ‘এমসিজি’ নামে পরিচিত। দর্শক ধারণ ক্ষমতা ৯০ হাজার। এই স্টেডিয়ামকে টপকে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে ভারতে। স্থান- আহমেদাবাদের মোতেরা। এমন তথ্যই জানিয়েছেন গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি পরিমল নাথওয়ানি।স্টেডিয়ামটি নির্মাণ করতে খরচ হবে ৭০০ কোটি রুপি (ভারতীয় মুদ্রায়)। আর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড নির্মাণ করতে খরচ হয়েছিল ৪৬ কোটি মার্কিন ডলার। স্টেডিয়াম নির্মাণ করার কথা জানিয়ে নাথওয়ানি বলেন, ‘সরদার প্যাটেল গুজরাট স্টেডিয়ামকে সংস্কার করেই মোতেরায় বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণ করা হবে। নির্মাণ কাজ শেষ করতে দুই বছর লাগবে। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা হবে ১ লাখ ১০ হাজার দর্শক। যা ছাড়িয়ে যাবে মেলবোর্ন স্টেডিয়ামকে (অস্ট্রেলিয়া) ; এমসিজির ধারণ ক্ষমতা ৯০ হাজার দর্শক।’স্টেডিয়ামটির অবকাঠামো নিয়ে নাথওয়ানি বলেন, ‘এই প্রকল্পের জন্য ৭০০ কোটি রুপি খরচ হবে। স্টেডিয়ামটিতে থাকবে ৭৬টি কর্পোরেট বক্স, চারটি ড্রেসিং রুম, একটি ক্লাব হাউজ এবং অলিম্পিক-সাইজ সুইমিং পুল।’এনইউ/পিআর

Advertisement