অর্থনীতি

উত্তরা ব্যাংকের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, ২১ মার্চ, শনিবার ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর ২০১৪, সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে নগদ লভ্যাংশ ঘোষণা করে। আগামী ২৩ এপ্রিল ব্যাংটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ এপ্রিল ২০১৫।সমাপ্ত বছরে ব্যাংকটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৫১ পয়সা। আর নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ৩০ টাকা ৫৪ পয়সা।২০১৩ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ৩ টাকা ৬৩ পয়সা।উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির এই ব্যাংক ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।এসআই/বিএ/আরআইপি

Advertisement